হাজার কবিতার চেয়ে গুণগত একটি কবিতা ভালো,
হে কবি একটি কবিতা লিখো যে কবিতা হয়ে উঠে কবি নজরুলের "বিদ্রোহী " কবিতার মতো,
হাজার কবিতা লিখে কোনো লাভ নেই,
রবি মতো হাজার কবিতা লিখে কি লাভ,
লিখো নজরুলের অগ্নিবীনা, বিষের বাঁশি কবিতার মতো কবিতা,
যেমন করে লিখে ছিলেন নজরুল বিদ্রোহী হয়ে,
বল বীর
আমি উন্নত মম শির।
একজন কবি হতে হলে বিদ্রোহীর মতো হতে হবে।
যেমন করে জেল খানায় কারাগারে বসে লিখে ছিলেন রাজবন্দী জবানবন্দি কবিতা টি।
সেইভাবে নতুন করে কবিতা গড়ো।
নজরুলের জীবনীকে অনুসরন করো তাহলে আর হাজার কবিতা লিখতে হবে না।
একটি কবিতাই যথেষ্ট হয়ে উঠবে তোমার জীবনময়।