সুখের টানে বুকটা আমার করছে হাহাকার,
টাকার জন্য বাড়ি ছেড়ে হলাম আমি পাহাড়।
সুখের টানে বাড়ি ছাড়লাম হলাম পথের পথিক,
সুখ খুঁজতে গিয়ে আমি হারালাম পথের দিক।