সোনার মানুষ
জাকিরুল চৌধুরী

সোনা দেশে সোনার মানুষ
করছে কতো চাষা,
এজগতে আছে বড়ো মানুষ
মানুষ বড়ই পাষা।
এই দেখো সোনা রবি
পূর্ব গগনে হাসছে,
আমার সোনা দেশে শশী
করছে খেলা ভাসছে।
সোনা দেশে সোনা ইন্দু
উঠবে আবার কবে,
শশী যদি না উঠে মা
নিশি তবে রবে।
খোকা দেখো করছে খেলা
সোনা রবি পানে,
তুমি ছিলে তুমি রবে
থাকবে মোর ভুবনে।