টাকা টাকা খুজি তোমায় ,


কোথায় তুমি থাকরে ।


অসময়ে আস তুমি ,


সুসময়ে ভাসরে ।


তোমার জন্য কত পাগল ,


কাঁদে রাস্তা ঘাটে ।


তোমার জন্য চাড়তে পাড়ে ,


মায়ের বুক পাটে ।


টাকার জন্য পাগল মানুষ ,


কত কিছু করে ।


টাকার জন্য মরতে পারে ,


এদেশ যে ভরে ।


টাকা তুমি কেন এত ,


গতিতে যে চল ।


কাল তুমি ধনীর  হাতে ,


আজ তুমি গরীবের হাতে ,


এত দেশে বল ।