মাগো যাইতে আমার মন চায় না তোমাদেরকে রেখে ,
খুঁজি আমি সেই রাস্তা জীবন যখন যায় থমকে।
কেমন করে মনকে রাখি শহরের দিকে বেঁধে,
জন্ম জীবন হয়েছে বড় গ্রাম পল্লীতে থেকে।
মন যে চায় না রেখে যেতে মা একটি বারও তোমায়,
তোমার মায়া, তোমার ছায়া বারেবারে কাঁদা আমায়।
তোমার চারিপাশে মাগো জীবন আমার চলা,
মনের পাতা খুলে মাগো হবে নাকি কথা বলা।