তুমি ছাড়া
জাকিরুল চৌধুরী

আনবে এবার মৃদু হাওয়া
তোমার মুখের হাসি,
বলবে তখন কানাকানি
তোমায় ভালোবাসি।
হেসে  হেসে বলবে তখন
বলবে কি আর,
তুমি ছাড়া জীবন আমার
কেমনে হবে পার।