ভালো থাকিস গ্রামের লোক আর হচ্ছে না দেখা,
তদের থেকে আমি এখন আছি দূরে একা।
ভালো লাগে না শহর জীবন লাগে না ভালো কিছু,
জীবন আমার হয়ে গেছে আগের চেয়ে পিছু।
মন যে আমার চায় যেতে গ্রামের দিকে টানে,
কি জানি আছে গ্রামে ভালো লাগে না প্রাণে।
গ্রাম ছেড়ে টাকার জন্য এসেছি আমি শহরে,
দিন যে আমার কাটে না জেগে থাকি দিবা প্রহরে।