কারো কাছে নেইতো যেন ভালোবাসার দাম,
তারা মনে করে যেন এটাই তাদের কাম।
যার দেহে নেই মন সে বুঝে না ভালোবাসা,
তাদের জীবন হয়ে পড়ে ধ্বংসের নিরাশা।
তারাই বুঝে ভালোবাসা আছে যাদের মন,
তাদের মনে রয়েছে যেন অমূল্য ধন রতন।