দীর্ঘ নয় মাস যুদ্ধ করে পেয়েছি স্বাধীন দেশ,
স্বাধীন দেশে নারীরা এখন  উড়ায় যেন কেশ৷
সহজ সরল দেশকে নিয়ে করেছে যারা খেলা,
দীর্ঘ নয় মাসে বুঝিয়েছি তাদের খেলার কি ঠেলা।
লাল সবুজের পতাকা উড়ছে চারদিকে,
বিশ্বের মানচিত্রে স্থান হিসেবে দেখেয়েছি মোরা একে।
বাজবে যেন চারদিকে সেই বিজয়ের ঘন্টা,
সেই আনন্দে বেজে ওঠে মোদের মনটা।