রাত্রি জুড়ে ঘুমের ঘরে ভোর পাখির আনাগোনা,
মা পাখিটি বলে কাঁদে না লক্ষী আমার সোনা।
রাতের শেষে ভােরের পাখি যখন আসে,
পাখির ছানাটি প্রসর দেখে আনন্দতে হাসে।
লক্ষী সোনা চাঁদের মনা খেলবে সারা বেলা,
লক্ষী সোনা কাজের বেলা করে না কবুও অবহেলা।
মা পাখিটি কোথাও গেলে খুঁজে সারা রোজ,
মায়ের ঋণ কবুও তুমি করতে পারবে না শোধ।