ভোরের আকাশ নীলচে হলো সূর্য উঠাে উঠো,
চারদিকে কালো ছেড়ে ভোর হতে লাগলো।
ভোরের পাখির কিচিরমিচিরে সকাল হলো,
আঁধারের চেয়ে সকালের আলো অনেক ভালো।
শীতের মানুষ সবে বলে উঠবে কবে সূর্য,
শীত সকালে মানছে না আর শরীর ধৈর্য্য।
ভোর হতে আর দেরি কতো বলো প্রতিমা,
আঁধার ঘরে শীতের কালে ঘুম যে আসে না।