কবে জানি কোন দিকে উড়ে যায় ভোরের পাখি,
সন্ধ্যা হলে ভোর পাখি আয় আয় বলে ডাকি।
ভোর পাখিটি চলে গেছে শূন্য খাঁচা পড়ে রয়েছে,
পাখিটির জন্য চারদিকে কান্না কাটি শুরু হয়েছে।
খাঁচা ছেড়ে একবার পাখি উড়ে গেলে আসে না ফিরে,
সেই শূন্য খাঁচাটি মাটির সনে মিশে যায় ধীরে ধীরে।
আপন খাঁচা ছেড়ে পাখি চলে গেছে অচিনপুরে,
পাখিটিকে পাবে না আর তুমি সারা জগৎ ঘুরে।