বর্ণমালা
মোঃ এনামুল হক
ফেব্রুয়ারির একুশ তারিখ পাক
হয়নাদের জাল,
দেখতে চাই না জানতে চাই  
১৯৫২ সাল।


রাজপথের কালো পাথর
কেমনে হলো লাল,
অশ্রু জলে দুঃখিনী মায়ে
ভাসিয়েছিল গাল।


বাংলার দামাল ছেলেমেয়ে
হাতের মুষ্টি বাঁধে,
প্রভাত ফেরির মিছিল মিটিং
ব্যানার নিয়ে কাঁধে।


বাংলায় লিখব বর্ণমালা
বাংলা বলবো সবিই,
বাংলা হবে রাষ্ট্রভাষা
এটাই মোদের দাবি।


পাক হানাদার করল গুলি ঐ
মিটিংয়ের এর দলে,
রফির বরকত শফিক সালাম
লুটিয়ে পড়ে কোলে।


দামাল ছেলের তাজা রক্ত
মোদের করে দান ,
রাষ্ট্র মোদের বাংলা ভাষা
বিশ্বে পেলো স্থান।