কালার বাঁশির সুর
মোঃ এনামুল হক


রাধা নাম ধরিয়া কৃষ্ণ
বাজায় মোহন বাঁশি,
রাজরানী হতে চাই না
হবো কালার কৃতদাসী।


ঐ না বাঁশির সুরে নাচে
রাধার প্রেমের ঢেউ,
কৃষ্ণ কালায় জানে শুধু
আর জানে না কেউ।


হাতে ধরি পায়ে পরি কালায়
আর বাজাস না বাঁশি,
রাধার দেহ ঘরে বন্দি।।
মনটা উদাসী।


খাঁচায় যেমন বন্দি থাকে
ছোট্ট ময়না পাখি,
করতে দেখা কৃষ্ণর সনে
জলে ভাসায় আঁখি।


কালার বাঁশির সুর শুনিয়া
হইলাম উদাসী,
কালার  বাঁশির সুরে জ্বালা
তবু ভালোবাসি।