কবিতা
রাত জাগা পাখি
মোঃ এনামুল হক


রাত জাগা পাখি
রাতেই জেগে থাকি,
কাঁদে আমার মন
দেখে তোমার ঘুম।
তোমার কথা শুনে
স্বাদ জাগে মনে,
না হয়ে অতন্ত্র প্রহরী
হতাম যদি জহুরী।
থাকতাম কত সুখে
ঘুম আসতো চোখে,
জাগি রোজ রাতে
আরো জুঁই শাখে।
জোগাড় করি আহার
নিদ্রা নাই যাহার,
ঘুম হীন আঁখি
আমি সেই পাখি।
নিশি জেগে থাকি
কষ্টের ছবি আঁকি,
নাহি কেউ হাঁকে
দূর থেকে দেখে।