কবিতা
টুঙ্গিপাড়ায় চাঁদের কণা
মোঃ এনামুল হক


জন্ম নিল পুত্র সন্তান
মায়ের কোল জুড়ে,
চাঁদের কণা টুঙ্গিপাড়া
জ্বলে উঠলো নূরে।


বাবা মায়ে ডাকত তাঁকে
খোকা নাম ধরে ,
জ্ঞানে গুণে বড় হল
বাবা মায়ের ঘরে।


শেখ বংশে জন্মেছিল
শেখ মুজিব নাম,
বিশ্বজুড়ে তাই ছড়ালো
বাংলাদেশের মান।


শেখ মুজিবের ভালোবাসা
দেশ জনতা জানে,
তাইতো দেশের জনগণ
নেতা বলে মানে।


মোদের দেশটা করতো শাসন
মীর দাদের বেটা,
হয়নি সহ্য শেখ মুজিবের
গলায় জেনো কাটা।


মুজিবের ডাকে ভেসে এলো
জনতার ওই ঢল,
লেজ গুটিয়ে বাড়ি গেল
পাক হায়নার দল।