আলো দেখো ফুটেছে


কোমল দাস


আলো দেখো ফুটেছে
কতো পাখি উঠেছে
আঁধারের ঘনঘটা আরো আগে টুটেছে,
আলো দেখে ফুটেছে।
পাখিগুলো সুরে সুরে
নেচে নেচে ঘুরে ঘুরে
আসমানে যায় উড়ে,
আলো দেখো ফুটেছে।
পাখিদের কলোতানে এই হিয়া লুটেছে,
চেয়ে দেখো জানালাতে কতো পাখি জুটেছে।
বিছানাটা ছেড়ে দেখো ওরা ঠিকই উঠেছে
জানালার ফাঁকে দেখো কতো আলো ফুটেছে।
তালা দিয়ে দু'টি আঁখি
কাথা দিয়ে মুখ ঢাকি
কেন বলো শুয়ে থাকি?
ঘোর দেখো টুটেছে।
মাগো তুমি চেয়ে দেখো বিভীষিকা কুটেছে,
চোখ মুছে ফের দেখো ঐ... আলো ফুটেছে।