কেন আমায় মারলে গো ভাই, কেন আমায় মারলে?
বিনা দোষে কেমন করে মারতে আমায় পারলে?
               বীনা দোষে হায়,
               কাউকে মারা যায়?
খুলে বলো কেন তবে মারলে আমায় ভাই?
বলো না গো আমার কি ভাই বাঁচার উমেদ নাই?
দেখো এসো বাচ্চাগুলো কাঁদছে আমার বাসায়
প্রতীক্ষাতে বসে আছে খানা খাবার আশায়।
             খানা নিয়ে যাবো
             সবাই মিলে খাবো,
অথচ ভাই কেন তুমি মারলে এমন করে?
দেখো না ভাই কেমন করে রক্ত যাচ্ছে ঝরে!
রুদ্ধ দ্বারের সমুখ দিয়ে যাচ্ছি খাবার নিয়ে
দুয়ার খুলে কেন তুমি মারলে ধনুক দিয়ে?
           তোমার শখের ফলে     আমার
            জীবন প্রদীপ তলে,
আমার জীবন নিয়ে তবু ভাবছি না ভাই আমি
কারণ আমার ছানাগুলো জীবন থেকে দামি।
জীবকে হত্যা করলে যে ভাই পাপের সামিল হয়
তোমার মনে এটা কি ভাই হয়নি বোধদয়?
            মহাপাপ যে এটা     তুমি
            ভুলে গেছো সেটা?
জীবের সেরা হয়ে তুমি করলে যেরূপ কাজ!
এরূপ কাজে জীবের মাঝে আসবে না ভাই লাজ?
আমার ছানার দোহাই দিয়ে বলছি আমি তাই
নিরীহ এই পাখিদেরকে আর মেরো না ভাই।