এক অচেনা নারী পাহাড়
একদিন আমাকে
ভালোবাসার কবিতা লিখতে বললো।
সে আরও বললো,
"আমি কখনও কবিতা লিখিনি।"


তার কথায় ঠিকই সেদিন তাকে
একটি ভালোবাসার কবিতা লিখে দিয়েছিলাম।


সে কবিতায় আমি লিখেছিলাম
"তুমিই আসল কবি
তোমার কলমে প্রতিদিন তুমি লিখে যাও
প্রেমের অনেক কবিতা।
অজস্র মুখে হাসি ফোটাও তুমি
তোমার কবিতা দিয়ে।"


মুহূর্তেই অচেনা নারী পাহাড়ের সে কী অভিমান
"মিথ্যা বললে তুমি!
কবি কি মিথ্যা বলে?
আমি কি করে কবি?"


আমি তাকে বুঝিয়েছিলাম
"বিষ কুঞ্জ বেছে নেয় কড়াল আঁধার,
কবি কখনও মিথ্যা বলে না
তোমার কবিতায় হয় নতুন জীবন দান
তোমার লেখনিতে আসে অনেকেরই সুখ,
তোমরাই হচ্ছো জীবের দ্বিতীয় ঈশ্বর।


এটা শুনেই আমার কবিতাকে
সে তার শিকড় করে নিয়েছে।