মা মা বলে ডাকতে ডাকতে পাগল হয়ে যেতাম
জানিস রে মা, মা ডাক দিয়ে কতো শান্তি পেতাম?
মায়ের আসনটিতেই তো মা রেখেছিলাম তোকে
তবু মা তুই কেন আমায় ফেলে গেলি শোকে?


এই দুনিয়ায় তোর আগমণ হয়েছিল যেদিন
খুশির চোটে বাঁধনহারা হয়েছিলাম সেদিন...
সেদিন থেকেই তোকে আমি মা মা বলে ডাকি
তবু মা তুই কেন আমায় দিয়ে গেলি ফাঁকি?


তোকে পেয়েই ভুলে ছিলাম মা হারানোর শোক
আমার নিকট তুই তো ছিলি শ্রেষ্ঠ স্বর্গলোক।
প্রথম যেদিন তোকে নিয়ে বিদ্যালয়ে গেলাম
লাইব্রেরিতে গিয়েই সেদিন সকল স্যারকে পেলাম।


শফিক স্যারে আমায় যখন বললো ডেকে নিয়ে
ছকটি এখন পূরণ করুন মেয়ের নামটি দিয়ে,
স্যারের থেকে ঠিকই তখন ছকটি হাতে নিলাম
ক্ষণিক পরেই স্যারের হাতে শূন্য ছকটি দিলাম।


স্যারকে তখন বলেছিলাম, "মা মা ডেকে ডেকে
ওর নামটায় মুছে গেছে এই অন্তর থেকে।"
স্যারে বলেন, "এই বাবাকে দশ এ দশই দিলাম।"
জানিস রে মা সেদিন ভীষণ লজ্জা পেয়েছিলাম?


এটা নিয়ে সকল স্যারের সে কি হাসাহাসি!
পরিবেশটা ঘুরিয়ে নিতে আমি অনেক কাশি।
এখন শুধু একটি কথাই আসছে মনে তেড়ে
আর কতোটা ভালোবাসলে যেতি না মা ছেড়ে?


তিন বছরের প্রেমটাকে তুই আপন করে নিয়ে
কেমন আছিস বল না মা গো এ চুনকালি দিয়ে?
তোর বেদনায় সকল সময় মনটা শুধু পোড়ে
বিশ বছরের ব্যর্থ এ প্রেম সইবো কেমন করে?


হাত মাথা মুখ দেখে তো মা প্রেম করেছিস তোরা
শুনবি কি মা আমার এ প্রেম, শুনবি আগাগোড়া?
যেদিন আমি জেনেছি মা তুই তোর মার পেটে
না দেখে তোর হাত মাথা মুখ প্রেম দিয়েছি এঁটে।


বোবা নাকি ল্যাংরা হবি ফর্সা নাকি কালো
এসব কিছু না ভেবে মা বেসে ছিলাম ভালো,
বল না কেন তবু সে প্রেম ভুলে গেলি মা
তোর মেয়েটা এমন করলে সইতে পারবি তা?


চলে যাবার আগে কি মা ভেবেছিলি গোড়া
অন্যকারো প্রয়োজন কি বোধ করিস নি তোরা?
এখন শুধু মনটা বলে ভীষণ রকম শোরে
"এমন করে কেউ কখনো যাসনে কভু ওরে।"