তোর স্বপ্নমাখা চোখেই যেনো আমার সমস্ত না লেখা কবিতা...


এখন বসন্তেও আর ভাল লাগেনা এতটুকু,
জোনাকির আলো আমার ভীষণ প্রিয় ছিল একসময়-
দূর্বা ডগার শিশির,কচুরিফুল,ঝিঁ ঝিঁ পোকার ডাক
এগুলো এখন ভীষণ অসহ্য হয়ে উঠেছে,
ঘুমের ঘোরেও নিয়তি আমায় তাড়া করে বেড়ায়
অধিষ্ঠের ঝলসানিতে জ্বলেই চলছি সারাক্ষণ!


যে অগ্নি নিবারিত হয়নি কোনদিন-
না আমার গল্পে বা কবিতায়,
নয়নের প্রকট বারী বর্ষণে
হৃদয়ের উত্তাল জলোচ্ছ্বাসের প্রবাহে
অজস্র জালাময়ী নিস্তব্ধ রজনী ভিজে একাকার।


অথচ...
এতটুকুও ভিজাতে পারেনি উত্তপ্ত পোড়া মন,
সে জল ছেয়ে গেছে যেনো শ্মশানের পোড়া কয়লায়,
কত হৃদয় পুড়ে হলো চৌচির
তবুও অক্ষত আজো বরুনার সেই সুগন্ধি রোমাল
অথচ,অপরিনত ভালবাসায় রমা রায় কতকাল
পাগলা গারদে।


কেনো জানি হিসেব মেলেনা আজো...