গজগতি ছন্দঃ


ইংরেজিতে একে Fourth paeon বলে। সংস্কৃতে বলে গজগতি।


লোভেতে মন   ভেঙেছে পণ
সমূলে তার    লালসা ভার,
বাহারি ধন    ভরেনা মন
পেলে সে ছাড়     ওঠে যে ঘাড়।


দ্বিধাতে দিন    বাজিয়ে বীণ
অবনী সাজ   ঘৃণিত আজ,
করে যে ঋণ    হয়েছে হীন
ব্যথিত কাজ    আহত বাজ।


ছলনাময়    তরণী বয়
মিটাতে সাধ    ভেঙেছে বাঁধ,
হেরেছে জয়    পেয়েছে ভয়
বেঁকেছে চাঁদ     মিটাতে সাধ।