অক্ষরবৃত্ত ছন্দে (মুক্তক অমিত্রাক্ষর)


বাতাসের রন্ধ্রদেশে অলৌকিক কতো খেলা চলে
মাতাপিতা দু'টি ভাগে সঙ্গ করে দুটি লীলা পথে
সোম শুক্র বুধে বাম মায়ের কোঠোরে যাত্রা শুরু...
বিঘ্নরা পালায় দূরে অমাবস্যা ভাঙে রাঙা চাঁদে
দক্ষিণেতে পিতৃদেব বাকি দিনে সূচনায় এনে
সমস্ত বন্ধন খুলে নদী যায় মোহনা সঙ্গমে।
এই তত্ত্ব জানা হলে তার খোলে সোনালি সোপান
অপঘাতে মরে না সে, স্বরবর্ণে স্বরলিপি গায়
মৃত্যুর নব্বই দিন আগের যে বাতায়ন খোলে
বোঝেন তা মহাজন অবিচ্ছিন্ন সূক্ষ্ম অনুভবে
বাতাসের দু'পেয়ালা এভাবে ইলশেগুঁড়ি খেলে।