স্যারে শুধায়,"জানো রফিক সেরা খাদক কে?"
রফিক বলে,"যে বেশি খায় সেরা খাদক সে।"
স্যারে বলেন,"উদাহরণ দাও তো দেখি বাবা,
কোথায় গেলে এমন খাদক খুঁজে তুমি পাবা?"


রফিক বলে,"তিনি এখন সবার হাতে থাকে
এতো কিছু খাবার পরও তবু আছেন বাঁকে,"
স্যারে বলেন,"নামটা কী তার বলো ত্বরা করে
এতো কিছু কী করে সে নিচ্ছে পেটে ভরে?"


রফিক তখন স্যারকে বলে,"মোবাইলের নাম"
নামটি শুনেই স্যারের দেহে ঝড়তে থাকে ঘাম!
"কেমন করে মোবাইলে খানা খেতে পারে?"
উচ্চস্বরে এটা বলে রফিক'কে স্যার মারে।


রফিক তখন কেঁদে বলে,"বলছি শুনুন সেটা
কী কী খানা খেয়ে ফোনে হলেন তেষ্টা মেটা,
রেডিওটা খেয়েছে সে খেয়েছে সে টর্চ
এই বেদনায় বুকের ভেতর করে যে কচকচ!


টিভি খেলো সিডি খেলো খেলো হাতের ঘড়ি
ফোনের নেশায় বলুন তো স্যার কেমন করে পড়ি?
পড়ালেখা খেয়েছে ফোন আরও বহু আগে
এই কারণে পিতামাতা প্রতিদিনই রাগে।


আয়না খেলো পেপার খেলো খেলো রাতের ঘুম
ফোনের মাঝে আর কতো কাল চলবে খাবার ধুম?
ক্যালকুলেটর,সিনেমাহল সেটাও খেলো ফোনে
বলুন এসব কেমন করে সইবো অবুঝ মনে?


ভিসিডি আর আ্যালাম ঘড়ি সেটাও নিলো খেয়ে
এসব কিছু ভেবে আমার অশ্রু আসে ধেয়ে,
ক্যামেরাটাও খেলো ফোনে খেলো কতো কী!
তবু কেন ফোনের পিছে লেগে থাকি, ছিঃ!


লেপটপেও কান্না করে ফোনের আঘাত পেয়ে
কখন জানি জগতটাকে ফোনে নেবে খেয়ে!
কতো সময় খাচ্ছে ফোনে ভেবে দেখুন স্যার...
এমন খাদক এই জগতে মিলবে নাকি আর?