চাঁদ মামারও আগের মতো হয় না খবর নেওয়া
রোজ নিশিথে মনের ভুলে হয় না হামি দেওয়া,
নেই না এখন চাঁদের বুড়ির আগের মতো খোঁজ
শুনি না যে,"কেমন আছিস, হয়েছে তোর ভোজ?"


রুপকথার সে গল্প শোনা হারিয়ে গেছে আজ
হারিয়ে গেছে কাল্পনিক সে উড়াল পক্ষীরাজ,
রাজার কুমার হারিয়ে গেছে অচিন কোন দেশে
জানি না কোন দৈত্য এসব কাড়ল অট্টহেসে।


আলাদিন আর জাদুর জিনে আমায় বলে শোনো
"ব্যস্ততাতে তোমার হাতে সময় কি নেই কোনো?"
কাজলা দিদি স্বপ্নে এসে কাঁদে ঘুমের ঘোরে
কেঁদে বলে,"ও রে পাষাণ চিনে গেছি তোরে।


কেন আমার নিস না খবর কভু মনের ভুলে
কেমন করে ভুলে থাকিস বল না রে তুই খুলে?
আলিবাবা আজও আমায় বলে দিবস গেলে
"চল্লিশ চোরের মতো তোকে ভাজতে হবে তেলে।


আমায় ভুলে কেমন করে মনে স্বপ্ন আঁকিস
বল না রে তুই কেমন করে আমায় ভুলে থাকিস?"
সিন্দাবাদও একলা বসে থাকে নদীর তীরে
মলিন হয়ে ডেকে বলে,"আয় না আবার ফিরে।"


দীর্ঘশ্বাসে বলি আমি,"সেটাই আমি চাই
কিন্তু আমার ফিরে আসার কোন রাস্তা নাই,
এখন আমি কালের কাছে গিয়েছি যে হেরে
বয়স নামের দৈত্য আমার শৈশব নিলো কেড়ে।"