ক'দিন আগে দুপুর বেলা
নদীর পাড়ে গেলাম,
পেছন থেকে এক তরূণী
আমায় দিল সেলাম।


বললো কাকা কেমন আছেন
শরীরটা কি ভালো?
কথা শুনেই হৃদয়খানা
বিগড়ে হলো কালো!


ধমক দিয়ে যেই বলেছি
ডাকিস যদি কাকা,
এক ঘুষিতে নাকের মাথা
করে দেব বাঁকা!


দেহ আমার কাকা হলেও
মনটা আজও খোকা,
কেন দিলি কাকা ডেকে
শিশু মনে ধোঁকা?


অমনি বলে, "সরি কাকা
আগে বুঝি নাই,
এখন থেকে তোমায় আমি
ডাকবো দাদাভাই।


অবশেষে কষ্ট নিয়ে
নদীর জলে নেমে,
তবু দেখি রাগের চোটে
যাচ্ছে দেহ ঘেমে!


অনেক সময় নদীর জলে
গা ভাসিয়ে থাকি,
হঠাৎ শুনি সেই মেয়েটা
করছে ডাকাডাকি।


কাছে যেতেই বললো কাকা
এই ছবিটা দেখো,
এটা নিয়ে মনের মতো
একটা কিছু লেখো।


অবাক চোখে চেয়ে দেখি
আমার ছবিই সেটা!
জলের মাঝে ভাসছি যখন
তখন তোলা এটা।


চিৎপটাংয়ে জলের উপর
শুয়েছিলাম যখন,
দস্যি মেয়ে এই ছবিটা
পোস্ট করেছে তখন!


সারা দেহ জলের নিচে
ভাসছে শুধু ভুঁড়ি!
সেই ছবিটাই পোস্ট করেছে
বজ্জাত সেই ছুঁড়ি!


আবার তাতে লিখেছে সে
নিজের মতো করে!
নতুন একটি দ্বীপ জেগেছে
বঙ্গোপসাগরে!