সমস্ত গোলা থেকে গলগল করে সব ধান
ফেলে দেওয়া হচ্ছে। শুনতেই জানা গেলো
চিটেই বেশি ফলন। তাইতো তোমাদের মতো করে আমিও বুনছি চিটে...


ধানতো বুনেছি বহুবার। তবুও পতিত দেখছি জমি!
অথচ যুগযুগ ধরে জল, সার দিয়ে চাষ করেও
কোনো লাভ হলো না। যার ফলে এই প্রচেষ্টা...
তাছাড়া দিনু দা বলেছেন দেখে নিস
এবার তুই সফল হবিই, হবি। কারণ হিসাবে বলেছেন চিটের চাষ করে জমির উদ্দিন আজ
মস্ত চাষি হয়েছেন।


কথা শুনে বুকের ভেতর হাম্বা করে উঠেছে
কংক্রিটের ষাঁড়। চেয়ে দেখি তার একটু পাশেই
একদল নেকড়ে এলকোহলে গামছা ভিজিয়ে
শুঁকছে মাতাল হবে বলে।
জনৈক ব্যক্তি মাতালদের কাছে গিয়ে খাতায় লিখলেন
"শুঁকলে মাতাল হওয়া যায় না।"


অমনি মাতাল বোতল ধরে মাথায় ঢেলে দিয়ে খাতায় লিখলেন,
"দিশেহারা অভিজাত বাক্যদের দৌড়াতে হবে।
যেমন উল্টোপাল্টা ভাবে চিটের চাষ দৌড়াচ্ছে।"