এক উম্মাদ
কাল সন্ধ্যায়
চোখ দু'টি করে আছে বন্ধ।

আমি শুধাতেই
তার হুংকার
"চারিদিকে পঁচনের গন্ধ।"

আমি মৃদুস্বরে
তাকে বললাম
"বুক মাঝে ভরে গেলো দ্বন্দ্ব!

তুমি বলো ভাই
ছেড়ে অজুহাত
চোখে কভু লাগে নাকি গন্ধ?

খুলে চোখ দু'টি
ধরো নাকটাকে,
দেখো ফিরে পাবে তাতে ছন্দ।"

বলে উম্মাদ
"তুমি থামো ভাই
ঘটনাটা তাতে হয় মন্দ।

যদি নাক শোকে
এই পঁচা ঘ্রাণ
তবে এঁকে যাবে নানা পদ্য,
আর চোখ যদি
দেখে এই সব
তবে আঁকবে যে নানা গদ্য।"