কেন ভুলে গেলে?
কোন দোষ পেলে?
ছিলো কতো ভালোবাসা
তবু দিলে ফেলে?


কতো স্মৃতি, কতো কথা, কতো ভালোবাসা
এই বুকে অকাতরে বেঁধে আছে বাসা...
ভুলে গেছো সেই সব?
নির্ঘুম কলরব!
দিবানিশি তোমাদের খেলা গেছি খেলে...
তবু আজ!
এইভাবে কেন দিলে ফেলে?


উপকারে অপকার
করে না-কি কেউ?
কুকুরও তো ঘুম ফেলে
করে ঘেউঘেউ...


জীবনের ঝুঁকি নিয়ে
জাগে সারারাত,
শত্রুর আগমনে
রাঙা করে দাঁত।


তবু কেন এটা হলো?
আমাদের সাথে!
এইভাবে ফেলে দিলে চড়া অপঘাতে?
খবরের লীলাখেলা জমিয়েছি কতো...
কেন সব ভুলে গেলে করে বিক্ষত?
কোনদিন অচেতনে
করেছি কী ভুল?
যার ফলে এই বুকে বিঁধে দিলে শূল!
কই? সেটা,
কোনদিন করি নি তো মোরা
তবে কেন মিছেমিছি এতো জ্বালাপোড়া?


পদতলে কেন দিলে এতো ভালোবাসা?
শুধুশুধু ভেঙে দিলে কেন সব আশা?
এই বুকে জানো কতো?
অগণিত শতশত...
চিঠিদের হাহাকার আর উল্লাস
অকাতরে আজো করে শত হাসফাস!


আজকাল ফোনে চলে কতো আলাপন...
ভেবে বলো মোর মতো ভরে তাতে মন?
এক চিঠি বারবার পড়ে সেকি মজা,
যে মজায় হেরে গেছে রমনার গজা।
একালের যোগাযোগ নয় তাতে কিছু
তবু তুমি কেন তার লেগে আছো পিছু?
আশাকরি সব ভুলে বুকে টেনে নেবে
যতটুকু ভালোবাসা সব ফিরে দেবে...