দানের জন্য ধন নয় মন প্রয়োজন


কোমল দাস


রাস্তা দিয়ে যাচ্ছি সেদিন হেঁটে
হঠাৎ দেখি কদমতলীর  গেটে,
একটি বুড়ি করছে হাহাকার
"এই ভুবনে কেহ নাই যে তার।"


বহু ধনী যাচ্ছে সেদিক দিয়ে
কেউবা গাড়ী কেউবা ঘোড়া নিয়ে,
কেউবা আবার যাচ্ছে পায়ে হেঁটে
এমন করেই সময় যাচ্ছে কেটে।


তাদের পোশাক দেখেই বুঝি আমি
এসব মানুষ অনেক বেশি দামি,
কিন্তু বুড়ির কাছে কেউ না আসে
তাই তো বুড়ি নয়ন জলে ভাসে।


বলছে বুড়ি," ও গো দাদাভাই
আমি শুধু একটি টাকা চাই,
খাই নি কিছু দু'দিন ধরে আমি
ঘরে আছে আমার অন্ধ স্বামী।


তবুও কেউ যাচ্ছে না তার দিকে
এটা ভেবেই হচ্ছি আমি ফিকে,
হঠাৎ দেখি পঙ্গু একটি মেয়ে
বুড়ির দিকে অবাক চোখে চেয়ে।


তার বাটিতে দিচ্ছে টাকা কিছু
এটা দেখে নিলাম মেয়ের পিছু,
শুধাই তাকে গিয়ে একটু দূরে
গভীর ভাবে আবেগ মাখা সুরে।


" কেমন আছো, নামটা তোমার কি?"
মেয়ে বলে," আমায় শুধান জি?
ও গো দাদা সুমি আমার নাম
আমার পিতা মৃত সুবোল রাম।


সত্যি আমি নেই তো মোটে ভালো
আমার ললাট ভীষণ রকম কালো,
এই জগতে আমার কেহ নাই
অনেক জ্বালায় জ্বলছি দাদাভাই।


ঐ দেখা যায় দূরের বালুচর
ঐ খানেতেই আমার মাটির ঘর,
পাতা কুড়াই বনের মাঝে রোজ
সেটা বেঁচেই করি আমি ভোজ।


পঙ্গু বিধায় অল্প পাতা আনি
পায়ের ব্যথায় চোখে আসে পানি,
তবু বনের পাতা খুঁটতে হয়
কারণ আমার আছে ব্যথার ভয়।


ব্যথার ওষুধ খেতে হয় যে রোজ
তাই তো বনে করি পাতার খোঁজ,"
তখন শুধাই," এতো গরীব তুমি
তবু কেন দান করেছো সুমি?"


সুমি তখন আবেগ নিয়ে বলে
" আমি দাদা নইতো ধনীর দলে,
দান করাতে লাগে না তো ধন
দান করাতে লাগে শুধু মন।"