কাগজের এ নৌকা দিয়ে
যায় কি হওয়া নদী পার?
নাই যদি যায় বলো দিদা
এ নৌকাটার কি দরকার?


নারিকেলের পাতার ঘড়ি
করে কভু সময় দান?
এ ঘড়িটাই দিয়ে তবে
করছো কেন তুমি ভান?


ভেবেছ কি, নেবো এসব?
কাজ নেই আর খেয়ে!
বলো দেখি, ঠকাও কেন?
ছোট্ট শিশু পেয়ে।


এ বাড়িতে থেকো না আর
যাও তো পাশের বাড়ি,
এই শুনে নাও আজকে থেকে
তোমার সাথে আড়ি।