খুব সকালে দন্ত মেজে
হৃদয় ভরা অসীম তেজে
ভাবছি বেরুই ভীষণ সেজে,
হঠাৎ টনক নড়ে।


যা দেখি সব উল্টো লাগে
পড়লাম বাবা এ কোন বাগে?
ঘামছে শরীর চরম রাগে,
ভেবেই মাথা ধরে।


বাম হাতে যে ঘড়ি ছিল
ডান হাতে তা কে-বা দিল?
ডানের জুতা বামে নিল!
কে-বা অবাক করে?


ভাবনারা সব এলোমেলো
কি থেকে কি হয়ে গেলো?
মরণ বুঝি আমায় পেলো?
এমনি বুঝি মরে!


মনে প্রশ্নের দিল হানা
ঠাঁকুমার যে ছবি খানা
হাত দেওয়া যা ছিল মানা,
ডানপাশে উপরে।


কি করে তা বামে আছে?
ঘটনা কি এরি পাছে?
দাদু এসে বলে কাছে,
দেখো দু-চোখ ভরে।


শোনো নাতি নিরজনে
হুশে ফেরো মনেমনে
ভাবো তুমি বিচক্ষণে,
আয়না থেকে সরে।