দেশ যদি খায় চিল শকুনে
ইচ্ছা মতো ছিঁড়ে,
তুমি কী ভাই থাকবে শুয়ে
তোমার আপন নীড়ে?


হঠাৎ যদি একাত্তরের
যুদ্ধ শুরু হয়!
ঘাতক, দালাল দেখে তুমি
করবে তখন ভয়?


ছাড়তে হবে বাংলাভাষা
আবার যদি বলে,
জীবন ভয়ে তখন তুমি
যাবে ওদের দলে?


নাকি সেদিন যেমন ছিলো
মুক্তি সেনার দল,
মৃত্যু জেনেও শত্রু মুখে
ছিলো অবিচল।


তেমনি তুমি হাসি মুখে
করবে দেশের জয়?
বীর বাঙালি বীরের জাতি
কীসের এতো ভয়?


তবে শোন হে বাঙালি
তোমার দেশের মাঝে,
বহু ঘাতক খেলছে খেলা
সকাল, দুপুর, সাঁঝে।


লাল-সবুজের এই পতাকা
খাচ্ছে ওরা ছিঁড়ে!
এই বেদনায় সুশীল সমাজ
কাঁদছে ধীরেধীরে।


আজ থেকে তাই জেগে ওঠো
বীর বাঙালির দল,
শত্রু শিরে আঘাত হেনে
লুটাও অবতল।