অর্ধ চাঁদকে শুধাই ডেকে    "এমন হলে কীসের থেকে
            কেন রে ভাই অর্ধ হলে এভাবে?
আমার মনের সুপ্ত আশা     যেমনি হলো সর্বনাশা
            তোমার আশা ভেঙেছে কি সেভাবে?


তোমায় দেখেই অশ্রু আসে      মন আকাশে দুঃখ ভাসে
                  অপূর্ণতা ভরে আপন পরানে,
পূর্ণ হতে আশা জাগে        হৃদয়খানা ভরে রাগে
                 এমনটা যে কেন হয় তা কে জানে।"


অর্ধ চাঁদে তখন বলে       " ভাসছো কেন চোখের জলে?
            আমিই হলাম পূর্ণ চাঁদের সূচনা,
ক্ষুদ্র যদি ধৈর্য ধরে         তবেই তাতে বৃহৎ গড়ে
            এটা ভেবেই মনের ব্যথা ঘুচো না।"


আমি তখন বলি তাকে    "এতো ধৈর্য কভু থাকে
            বিপদ সদা সামনে এসে দাঁড়ালে?"
অর্ধ চাঁদে বলে তখন       "মেঘে আমায় ঢাকে যখন
           তার কালো ঐ ভয়াল রূপের আড়ালে।


তখন আমায় দেখো চেয়ে    কেমন করে উঠি ধেয়ে
           কালো মেঘকে শূন্য মাঝে বিলায়ে,
বুকে শত ব্যথা রেখে           জ্বালা চাপা হাসি মেখে
          তেমনি ভাবে চলো সুবাস মিলায়ে।"