ক্ষুধার্ত শকুন লাশের গন্ধে উন্মাদ,
দূষিত প্রেমের হাতবদলে নগ্ন নর্তকী,
জারজ সন্তান নর্দমায় নিক্ষেপে ব্যস্ত রজনী
সুগন্ধি মেখে কুমারী সাজার ঘৃর্ণিত প্রচেষ্টা।


এই কি তবে মহান গর্ভধারিনী?
এ কেমন নিষ্পাপ শিশু ?
জন্মই যার আজন্ম পাপ !
কালো টাকা সাদা সম প্রচেষ্টার মহড়া।


নর্দমার দুর্গন্ধে আতরের সুবাস
কুলষিত নষ্ট জন্মের করুণ অধ্যায়
দূষিত কামনায় আচ্ছন্ন নির্লজ্জ বেহায়া প্রেম।


মানবকে পশুকূলের ঘৃণা জনিত ধিক্কার!
শোকার্ত কুকুরের করুণ কান্নায় বির্দিন্ন রাত
আতকে ওঠে রাত জাগা প্রহরী!
দুঃসহ ব্যাথায় কুঁড়ে কুঁড়ে খায় মন।


অবাঞ্চিত শিশুর অনাকাঙ্খিত দীর্ঘায়ু হওয়ার আশির্বাদ
করুণ কান্নায় বুক ফাটা জগৎ সংসার
ভাগ্য লিখতে স্থবির ভাগ্য দেবতার কলম
বুক ফাটা শোকে বিভোর তিনি
জারজ সন্তান হয়ে অনাকাঙ্ক্ষিত আশঙ্কার জীবন!


জননী এ তোমার কেমন আচারণ ?
দূষিত প্রেমের তরে এ তোমার কেমন গর্ভধারণ ?