সুদখোর লোকটাও ইমামের ভুল খোঁজে
"এ সমাজে থাকা যায়?" এটা বলে চোখ বোজে,
টাকা খাওয়া বিচারকও আদর্শ বুলি দেন
মাঝেমাঝে বলেন সে,"ও গো বিধি তুলে নেন।"


চরিত্র সম্পদ পরকীয়াকারী বলে
ভাইদের সম্পদ নিলেন যে ছলেবলে,
মানবিক ফান্ডের তিনি উপদেষ্টা!
কতোকাল পচা জলে মেটাবো এ তেষ্টা?


যে শ্বাশুড়ি নিপিড়ন করে যান বৌমাকে
অগোচরে ডেকে নিয়ে শুধালাম আজ তাকে,
নারীদের নিয়ে আজ বলুন না দু'টি কথা"
হুংকারে বললেন,"বলি না গো যথাতথা।


নারী আজ নিপিড়ীত নেই তার অধিকার
এ ব্যথায় জ্বলে পুড়ে এই বুক হলো ভাড়,"
গার্লফ্রেন্ড ছাড়া যার একবেলা নাহি চলে
"পর্দাণ বৌ চায়" সেই ছেলে ডেকে বলে।


অবৈধ সম্পদে আজ খুব ধনী যিনি
মানতেই পারেন না দূর্নীতি আজ তিনি,
যিনি জয়ী হয়েছেন বানোয়াট মামলায়
আইনের শাসনটা নিয়ে তিনি চিল্লায়।


ধর্ষক আজ দেখি বিচারক আসনে
বড়ো বড়ো বুলি ছাড়ে মঞ্চের ভাষণে,
ভেবে ভেবে এ হৃদয়ে পড়ে গেছে কালো ভাঁজ
ঘুণে ধরা সমাজটা পাল্টাবে কে বা আজ?