চুল কাটা কতো?     -মোটে এক শত
বেশি চাও কেন?     -পেট নেই যেন?
কিছু কম নেবে?      -দাও যেটা দেবে
পঞ্চাশে হবে?          -বসো দেখি তবে
দেরি হবে বেশি?      -দেশি না বিদেশি?
দেশি ছাঁটই দেবো।   -তবে আশি নেবো
বেশি দেশি ছাঁটে?    -সবাই তো কাটে
দেবো ষাট টাকা।     -ঐ...রেট আঁকা
বেশি আঁকা বলে?    -খরচের গোলে
আর দেশে ফ্রী?      -এটা কোন শ্রী?
বেশি নেবে কেন?    -দুধ খাও যেন?
বিদেশিই দাও।         -এটা বুঝি ফাও!
বললে কী মোরে?    -মত কেন ঘোরে?
ঘুরতেই পারে           -ভূত আছে ঘাড়ে?
কেন এতো কথা?       -ওকে, নিরবতা।
কাটো তবে ঢালা     -ওরে বাবা জ্বালা
জ্বালা হলো কীসে?  -পাচ্ছি না দিসে
দিশে হলো কী?      -ঢালা কি গো? ছিঃ!
চুল মানে ঢালা      -তবে গেলো জ্বালা
কাটবে কি চুল?      -নেই কোন ভুল
সামনে কী বসা?       -ওরা নয় মশা
দেখিনি কি সেটা?   -শোন কেন এটা?
কুকুর কি ওটা?       -হ্যাঁ গো মোটাসোটা
কেন ডগ বসা?       -ও যে খাবে রসা
রসা কোথা পাবে?   -পেলেই তো খাবে
খায় আর কী কী?      -রান খায় ঠিকই
পাবে কোথা রান?     -খাবে কাটা কান
কান আছে হাটে?      -করো যদি কাটে
কাটে কোথা গিয়ে?    -এই কেঁচি দিয়ে।
ওরে বাবা! পালা       -কাটাবে না ঢালা?