বাঘটি গোগ্রাসে অনেকগুলো ঘাস খেয়ে ফেলল
নিষেধ না মানায় শুরু হলো সমুদ্রের গর্জন
রঙধনু ভেঙে ফেলল বাঘ।
রুদ্ধ বাতাস বলল
"মোমবাতি নামানো আছে বিছানার নিচেই।
চোখ বুজলেই দেখতে পাবে
লুকানো নখের ফর্সা আভা।"


অমনি বাঘ স্বরারোপবৃত্তের তালে
টেবিলের তলা লণ্ডভণ্ড করে ভেবেছিল
"যদি মর্ত থেকে আকাশে উড়ে যেত আর্ত রিনিঝিনি
নতুন অঙ্কুর নিমিষেই উড়ে যেতো পাখির মতো
রাস্তারা যদি পথিকের সাথে বাড়ি ফিরে আসত
আত্মভোলা হয়ে। মন্দিরের পেছন পাশ দিয়ে
লুকিয়ে লুকিয়ে
তাহলে হয়তো কিছুকিছু রাস্তা
পদতলে পিষ্টে মারাও যেতো তেলাপোকার মতো।


তখন আমিও বাঘিনীর হাত দিয়ে ওড়না বানিয়ে
ঘরের জানালার ফাঁকে আসা রোদ থেকে
নিজেকে বাঁচাতাম।