গোয়ালের মাঝে ঢুকে এক কালসাপ
গাভীটিকে রেগে বলে, "নেই তোর মাপ,"
গাভী বলে, "কেন বলো, কি করেছি আমি?
আমাকে মেরো না ওগো এ জীবন দামী।


আমার অবুঝ ছানা দুধ খায় রোজ
মাগো মাগো বলে ছানা করে শুধু খোঁজ,
সারাদিন লাফ দিয়ে আশেপাশে ঘোরে
আমার বিহনে ছানা বাঁচবে কি করে?"


সাপ বলে, "চুক্তিতে ছেড়ে দিতে পারি
চুক্তি ভঙ্গ হলে দিয়ে দেবো দাড়ি,"
গাভী বলে, "সব কথা নেবো আমি মেনে"
সাপ বলে, "আমি খুশি উত্তর জেনে।


চুপিচুপি প্রতিরাতে দুধ খাবো তোর
এ কথা বিফল হলে হয়ে যাবে ঘোর।"
কথা মতো দুধ খায় প্রতিরাতে সাপ
যার ফলে গাভিটির বানে পড়ে ছাপ।


ছাপ দেখে গাভীটির ছোট ছানা বলে
"বানে এতো ছাপ দেখে এই বুক জ্বলে,
মাগো তুমি সব কথা বলো কানে কানে
বলো না মা এতো ছাপ কেন দু'টি বানে?"


গোপন করলো মাতা ছানাটির কাছে
তবু ছানা বুঝে গেলো প্রহেলিকা আছে,
চিন্তায় সারারাত ঘুম নেই তার
হঠাৎ দেখলো সাপে দুধ খায় মা'র।


দুধ খেয়ে খুশি মনে চলে যায় সাপে
ভীষণ ভীতিতে ছানা থরথর কাপে,
কেঁপে কেঁপে মা'কে বলে, "বলো না মা খুলে
আমার অন্ন কেনো ওকে দাও তুলে?


এটার জবাব তুমি দাও না গো ত্বরা
এতে কি হয় না গো মা প্রতারণা করা?"
সব কথা খুলে মাতা তাকে দিলো বলে
কথা শুনে ছানা বলে, "আছি গো মা গোলে।


ঘাস খেয়ে গাভী জাতি দুধ দেয় রোজ
অথচ সর্প জাতি দুধ করে ভোজ,
তবু বলো কেন ওরা বিষ উগলায়
দুধ খেয়ে বিষ দিলে মেনে নেয়া যায়?"


মাতা বলে, "শোনো বাবা অন্তর দিয়ে
ভালো করে ভেবো এটা নিরালায় গিয়ে,
আসলেই কে কি খেলো খাঁটি নয় এটা
ধরণীকে কে কি দিলো খাঁটি হলো সেটা।"