'ক' তে হয় কানামাছি 'খ' তে হয় খাতা
যিনি বেশি দান করে তাকে বলে দাতা,
'গ' তে হয় গোল আলু 'ঘ' তে হয় ঘোড়া
পাঠশালে যাবো আমি, যাবি না-কী তোরা?


উমো('ঙ')তেই ব্যাঙ হয় 'চ' তে হয় চাচা
পুঁইশাকে ভরে গেছে আমাদের মাচা,
'ছ' তে হয় ছিটকিনি 'জ' তে হয় জাম
জ্ঞানহীন লোকদের নেই কোন দাম।


'ঝ' তে হয় ঝাউগাছ 'ঞ' তেই মিঞা
এসো রাখি ভালো কাজে আমাদের হিয়া,
'ট' তে হয় টিকটিকি 'ঠ' তে হয় ঠোঁট
কারো মনে কখনোই নাহি দেবো চোট।


'ড' তে হয় ডাল-পালা 'ঢ' তে হয় ঢাক
খোকা বলে আজ পড়া এখানেই থাক,
মা'য়ে বলে আরো ও তো আছে পড়াশোনা
এখনো তো বাদ আছে এক-দুই গোনা।


তারপর এ,বি,সি,ডি  পড়া শেষ হলে
আমি তোকে চুমু খেয়ে তুলে নেবো কোলে,
এরপর সারাদিন খেলাধুলা হবে
পড়া যদি শেষ হয় সব পাবি তবে।


মন দিয়ে খোকা ফের পড়াশোনা করে,
এটা দেখে সকলের মন যায় ভরে।