ক্রীড়নক, আর কতকাল ঘুমিয়ে ঘুমিয়ে ডুবে থাকবি নোংরা পুকুরে?


ঐ...চেয়ে দেখ
অদৃশ্যভাবে মুঠো মুঠো সকালের বারান্দা
চলে গেছে ঘোর সন্ধ্যার দুয়ারে।
হাতে গোনা কয়েকজন আম্পায়ারের সমুদয় নাচের বাহবা দিতে দিতে
কেটে গেছে অনেকগুলো যুগ।
যেটা আমার বুকে থাকা মন পাখির
কখনোই কাম্য নয়,
কারণ সব পাখিই তো মুক্তিকামী।


তবে কি জানিস?
পাখি হলেও তার দুটি ডানাই বাঁধা!
অসংখ্য জংলী কুকুরের সাথে থেকে থেকে  
আমার মন পাখিটাও এখন আদর্শ কুকুর হয়ে উঠেছে!


এটা কি জানিস?
আমাদের দল এখন অনেক ভারী হয়ে গিয়েছে।
আমাদের চাওয়া এভাবেই চলুক অনন্তকাল।
একই খোঁট, একই খেলা, একই পুতুল নাচ...


অথচ, বলতে না পারলেও
মনে মনে আমার মতো অধিকাংশ পাখিগুলো ঠিকই চাই
দশ বছরই হোক শেষ সীমানা।


আর এ কারণেই আমি আমার দলের এ সকল পাখিকে কুকুরেপাখি বলে ডাকি।