নিচ্ছিদ্র শিশিরের মতো,
একদিন খুব সকালে
দুপুর ও মধ্যরাত একসাথে খুঁজতে এসেছিল আমাকে।
যখন আমি টুকরো হবার নব্য নেশায়
দুই হাতে পৃথিবীর দুইদিকে শক্ত করে ধরে
আনমনে অঝোর ধারায় বৃষ্টি নামাতে ব্যস্ত ছিলাম।
হঠাৎ বিবেকের আচমকা আকর্ষিক চিৎকার
অধ্যাপনা ছেড়ে কেন ছাত্র হতে চাও?
আর একটু আগালেই পাবে ভ্রাম্যমান খোলা জানালা।
ওদিকে ভুলেও যেওনা,
ওখানে মৌমাছিরা ওড়ে ডাস্টবিনের খোঁজে...