দৌড়ে খোকা কোথায় যাও?
যাচ্ছি আমার আপন গাঁও।
দৌড়ে কেন?


মায়ের টান,
মা যে আমার জানের জান।
জোরে কেন?


কাঁদছে যে বুক,
বুকের ভেতর পাচ্ছি না সুখ।
কিন্তু কেন?


কারণ আছে,
সকাল থেকে নেই মা কাছে।
তাই তো দৌড়ে যাচ্ছি আমি,
মা যে আমার সবচে দামি।