এই    প্রকৃতির রূপ চিন্তে
খুব    পুলকিত হয় চিত্ত,
কভু    হিসাবের দি্কভ্রান্তে
করি   উন্মাদনার নৃত্য।


ভাবি    অচেতন ভরা কল্পে
এতো    মনোহর হয় সৃষ্টি!
যেটা     দেখলেই সুখ সঞ্চয়
যাতে    পুলকিত হয় দৃষ্টি।


কতো   সুন্দর ঐ... সিন্ধু
যার     ঢেউ দোলা দেয় বক্ষে,
ভেবে   প্রকৃতির শত ঝংকার
নাচি    আপন মনের কক্ষে।


দেখি   শোভাময় দুই পর্বত
ভাবি   একি অপরূপ সৃষ্টি!
তুমি    কেনোই বা দাও রোদ্র
ফের    কেনই বা দাও বৃষ্টি?


দেখে   সুশ্রী একটি পুষ্প
আমি   ছুরি ধরি তার বৃন্তে,
মন      বললো তখন গর্জে
"তুমি   পারোনি বিধাতা চিনতে।


আছে    সৃষ্টির মাঝে স্রষ্টা
কেনো    সৃষ্টি করছো ধ্বংস?
নিজ   ঘরের ভেনুস মারছো!
তুমি     মানুষ নামের কংস?"