নির্ঘুম রাতের মধ্য প্রহরে-


যখন দু-চোখ এক করে ফেলতে চাই প্রশান্তির নিশ্বাস,
ঠিক তখনই কল্পলোকে জানালার ফাঁকে-
চোখ খুজে নেয় বিস্তির্ণ আকাশ...


আচমকা ভেসে আসে বিচিত্র সব ছবি-
কখনোবা জীবন তরীর মাঝির আহাজারি...
কভু ব্যর্থতায় ভরা ফেলে আসা জীবনের আর্তনাদ,
কখনোবা ভেসে আসে সীমাহীন দুর্গম ভবিষ্যৎ!


হঠাৎ যখন তীর্থের রেলিংয়ের ফাঁকে ফিরে আসে আমার বেদনা দগ্ধ মন-
সাধনার তীব্র জোয়ারে মুহুর্তেই নেমে আসে প্রশান্তি।


ঠিক তখনই -
পাওয়া না পাওয়ার সব হিসেব ভুলে যায় মন,
উদাত্ত কন্ঠে একাকী গাইতে থাকি ভজন গীতি
আর তখনি মাতোয়ারা হয়ে ওঠে বিনিদ্র রজনী।