আরকান ছন্দেঃ(উর্দু ছন্দ)


আপন দোষে
লাঙল চোষে,
বেতাল হলো দশা
হায়রে জমি চষা!
এমন করে ঢঙে
ক'দিন যাবে রঙে?
আসল হারা হয়ে
সবই গেছে ক্ষয়ে,
দহন তাপে তাই
হৃদয় পুড়ে ছাই।


গুরুর মুখে
মনের সুখে,
জেনেছি সব যেই
নেচেছি ধেই-ধেই,
অথচ আজ হার
বদনখানি ভার।
ভীষণ ছিল সাধ
নদীর দিব বাঁধ,
মনের পাপে আজ
মলিন হলো সাজ।