তুমি আঙুল তুললে বলেই
পেলাম স্বাধীনতা,
কেঁটে নিরবতা,
শ্রদ্ধা ভরে তাই তো মুজিব
স্মরি তোমার কথা।


তোমার ডাকেই এসেছিল
মুক্তিসেনার দল,
তুমিই তাদের বল,
বাংলা নামক সরোবরে
তুমিই যে উৎপল।


আজও তোমার কন্ঠ শুনেই
গড়ে সাহস ঘাঁটি,
তুমিই মুজিব খাঁটি,
এই ভূমিতে তাই তো মোরা
নির্ভয়ে আজ হাঁটি।


বাঙালি জাত থাকতে তুমি
হবে না কভু শেষ,
থাকবে তোমার রেশ,
তুমি মানেই স্বাধীনতা
স্বাধীন বাংলাদেশ।