চারিদিকে শুধু হাহাকার.....
অগ্নির ছোবলে  মানবকূল যেমন ঝলসে যায়,
তেমনি অন্যায়ের গ্লানিতে মানবকূল ঝলসে যাচ্ছে
নিদারুণ কাতর অবস্থায় মানবকুল আজ স্তব্ধ।


তবু কি ওরা আজ শান্ত?
অন্যের বুকে পা রেখে ওরা করছে কত কি....
ওরা করছে  ধরাকে ধংস
ওরা করছে সর্বদা অন্যায় অবিচারের সংগ্রাম।


ওদের কে করতে হবে ধংস!
কিন্তু,কে?
কে করবে প্রতিবাদ?
কেউ নেই!
চারিদিকে শুধু হাহাকার!!


তবে কেন দামাল ছেলেরা জীবন দিল?
তাদের রক্তের কি এই প্রতিদান?
তারা তো ভীরু ছিল না অথবা রাজাকার ও নয়
তবে তাদের রক্তে অর্জিত এদেশ কেন এমন হলো?
কেন পারি না ধরণীকে রক্ষা করতে?
কেন পারিনা প্রতিবাদ করতে?
মাতৃস্নেহ থেকে বঞ্চিত থেকে
যারা যুদ্ধ করল অবিরাম,
তবে কি তাদের এই মূল্যায়ণ?


রাজ পথে ফুটপাতে প্রতিনিয়ত ধ্বনিত হয়
শহীদের রক্ত বৃথা যেতে দেব না-
তবে কি তাই?
আর কত সহ্য হয়,
মিথ্যা আর অন্যায়ে দেশ ভর্তি।


মনে হয় মশাল জ্বালিয়ে সমস্ত পৃথিবী জ্বালিয়ে দেই
লন্ড ভন্ড করে দেই এই পৃথিবী
রক্তে মাংসে গড়া এ দেহ
যারা বিলিয়ে দিল দেশের তরে,
তবে কি তাদের এই মূল্যায়ণ?


.