যেমন খুশি তেমন সাজো বললো বিদ্যালয়ে
ছোট তখন তাই তো আমি ছিলাম অতি ভয়ে,
বললো তবু শেখর এসে
মৃদু স্বরে হেসে হেসে,
"সাজতে এতো লজ্জা কেন
এটা কী আর সত্যি যেন?
এ-সব পোশাক ভ্রান্ত বন্ধু শুধুই অভিনয়ে
চিন্তা সকল ছেড়ে এবার সাজো সবিনয়ে।"


ভয়ে আমার পা সরে না!
তবু শেখর বলে, "যা-না,
যেমন খুশি তেমন পারিস
জিতলে জিতিস নইলে হারিস,
দেখবো এবার কতোটা তুই আছিস বোধদয়ে।"
এটা শুনে হৃদয় আরও কাঁপতে থাকে ভয়ে!


আগাই তবু সাহস করে
আপন হাতে বক্ষ ধরে,
বেকুব সেজে কেঁপে-কেঁপে
নিজের সকল শিক্ষা মেপে,
হঠাৎ শুনি আমার নামে মিছিল ওঠে জয়ে
সেবার আমিই জয়ী হলাম নির্বোধ অভিনয়ে!


সারা জগৎ তখন থেকে
সাজছে দেখি হেঁকে-হেঁকে,
সবাই যেন পাল্লা দিয়ে
নির্বোধ মুখোশ পরছে নিয়ে!
জগৎ মাঝে বোধের চাকা দিচ্ছে সবাই ক্ষয়ে,
হায়রে জগৎ আর কতকাল চলবি নয়ে ছয়ে?