উৎফুল্ল সাইরেন দমে গেছে আপন করিডোরে,
ডুবে গেছে আমার অন্তরের স্বীয় বাসনারা
আমি সম্ভ্রমে নিষ্কৃতি চাই।


অজস্র দন্ডিত পিয়াসের প্রান্তিয় সাম্পানেরা
বিলাপের রুদ্ধ দ্বারে ভীড় করে,
আর নৃশংস  আকুতির বেত্রাঘাতে
অনুভূতির শিহরণ পেতে চায়,
দম্ভের গাত্রে চুয়ে পড়া নিশাচরের বিতৃষ্ণা নিয়ে
আমি সম্ভ্রমে নিষ্কৃতি চাই।


মৌনতার আদল আর অদৃষ্টের ভয়ার্ত ছোবলে
স্বপ্নের চোরাবালির বালিয়াড়িতে বিষে যায় সমাদৃত পথ,
অনিয়মের বেড়াজালে ঘৃর্ণিত পাপের হুঙ্কারে
সমাদৃত বিবেকবোধ ফ্যাকাশে কান্ডারীর রূপ ধরে
আমি সম্ভ্রমে নিষ্কৃতি চাই।


হিমাদ্রির তটে পুঞ্জিত গ্রন্থের শিরায় উপশিরায়
ক্রন্দিত নয়ন বারির ধারায়
অদৃশ্য উপঢৌকন খুঁজে বুক ফাঁটা নিস্তব্ধতায়
আমি সম্ভ্রমে নিষ্কৃতি চাই।


আমায় যাতনা দিওনা,
আমায় কাঁদিওনা,
শুধুই নিষ্কৃতি দাও।
পাপিষ্ঠ শয়নে আবিষ্ট গভীর তন্দ্রা থেকে চিরতরে
আমি সম্ভ্রমে নিষ্কৃতি চাই।